Cleck----->wow








তুমি এলে যেন অবাক শ্রাবণেরই সুখ
পলক চোখের যাক থেমে, দেখে ওই মুখ
ভাসলো মেঘে পরাণ আমার, উদাসী মন
কান পেতে শুনতে পাবে বুকের কাঁপন




আজকেরই এই দিনে
সবকিছু হউক নতুন করে,
সুখের স্মৃতিটুক থাক কাছে
দু:খগুলো যাক দুরে।

Post wWitten By:

মানুষকে সাহায্য করতে পছন্দ করি অনেক অভিমানী ঘুরতে খুব ভাল লাগে ★নিজেকে শুধু বিশ্বাস করে দেখুন,আপনি অবিশ্বাস্য সব কাজও করে ফেলতে পারবেন। ★ সারা পৃথিবী আমার।মন ছবির ডানা মেলে আমি উড়ে বেড়াবো সাফল্যের নভনিলিমায়। ★নিজের যা লক্ষ তার দিকে নির্ভয়ে এগিয়ে যাও! জয় তার হবেই ,যে পরাজয় কে ভয় পায় না! ★আপনি যত বেশি স্বপ্ন দেখবেন, তত বেশি সামনে যাওয়ার শক্তি পাবেন ।

Related Posts

  • Love sms
  • Love smsমানুষের মাঝে আছে…
  • Love smsএক ফোঁটা শিশিরের…

0 Comments: